ঈদুল আযহার প্রাক্কালে ২৫ টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

ঈদ স্পেশাল প্রজেক্ট

ঈদুল আযহার প্রাক্কালে আমাদের
"ঈদ উপহার বিতরণ ২০২৪"

প্রতিবছর ত্যাগের মহিমা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে ফিরে আসে পবিত্র ঈদুল আযহা। তবে আমাদের চারপাশে এমন অনেক পরিবার আছে যারা চরম অর্থনৈতিক সংকটে উৎসবের আনন্দটুকুও উপভোগ করতে পারে না। এই বাস্তবতাকে সামনে রেখেই হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ সমাজের অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে উদ্যোগ গ্রহণ করেছে।

২৫টি পরিবার

উপকারভোগী পরিবার সংখ্যা

৫০০+ টাকা

প্রতি প্যাকেজের আনুমানিক মূল্য

স্বেচ্ছাশ্রম

পরিচালিত হয়েছে স্বেচ্ছাসেবক দ্বারা

প্যাকেট প্রস্তুতি

সুষ্ঠু বিতরণ প্রক্রিয়া

ঈদুল আযহার ঠিক আগের দিন আমাদের স্বেচ্ছাসেবকগণ নিরলস পরিশ্রমের মাধ্যমে সামগ্রী সংগ্রহ এবং সুবিন্যস্তভাবে প্যাকেট তৈরির কাজ সম্পন্ন করেন। প্রতিটি প্যাকেজে ছিল চাল, তেল, চিনি, সেমাই, দুধ এবং কিছু মিষ্টান্ন সামগ্রী। বিতরণ প্রক্রিয়া ছিল অত্যন্ত সুশৃঙ্খল, যাতে প্রতিটি হকদার পরিবার সম্মানের সাথে তাদের উপহার বুঝে নিতে পারে।

"অসহায় মানুষের মুখের হাসিই আমাদের পরম পাওয়া"

উপকারভোগী পরিবারগুলো ঈদ উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছেন। তাদের চোখে-মুখে ফুটে ওঠা সেই হাসিই আমাদের স্বেচ্ছাসেবকদের সকল পরিশ্রম সার্থক করে তুলেছে। হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ সমাজের প্রতি এই দায়বদ্ধতা ভবিষ্যতেও অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ঈদ মোবারক!

শেয়ার করুন: