'ঈদ সামগ্রী বিতরণ ২০২৪' সম্পন্ন হয়েছে

সফল প্রজেক্ট: ২০২৪

অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে
আমাদের 'ঈদ সামগ্রী বিতরণ'

আলহামদুলিল্লাহ! গত ০৬ এপ্রিল ২০২৪ ইং, মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে হিলফুল ফুজুল কল্যাণ পরিষদের পক্ষ থেকে 'ঈদ সামগ্রী বিতরণ ২০২৪' কার্যক্রমটি অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয়েছে।

৫৩টি পরিবার

আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী ৫৩টি দুস্থ ও অসহায় পরিবারের দ্বারে দ্বারে ঈদের খুশি পৌঁছে দিয়েছি।

৮০০+ টাকার প্যাকেজ

প্রতিটি পরিবারকে ৮০০ টাকারও বেশি মূল্যের প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি সমৃদ্ধ প্যাকেজ প্রদান করা হয়েছে।

এবারের প্যাকেজে যা যা ছিল:

সয়াবিন তেল
পোলাও চাল
নারিকেল
সেমাই
গুঁড়ো দুধ
চিনি
কিসমিস
আলু ও মসল্লা
পেয়াজ ও রসুন
গোসলের সাবান

ভিডিও রিপোর্ট

পুরো বিতরণ কার্যক্রমের ভিডিওটি দেখুন নিচে

আপনিও হতে পারেন আমাদের সারথী

এবারের প্রজেক্টে আমাদের প্যাকেজটি আরো বড় করার পরিকল্পনা থাকলেও অর্থাভাবে তা সম্ভব হয়নি। তবে আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেলে আগামীতে আমরা ইনশাআল্লাহ আরো বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াবো।

শেয়ার করুন: