সংগঠনের পরিচয়

Hilful Fuzul Introduction

পরিচিতি

"হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ" একটি অরাজনৈতিক, অলাভজনক, মানবকল্যাণে নিবেদিত সেবামূলক সামাজিক প্রতিষ্ঠান। ২০২৩ সালের মার্চ মাসে এটি প্রতিষ্ঠা লাভ করে। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার এবং মহোত্তম নীতিচেতনার সঞ্চার করতে নিরন্তর কাজ করে যাচ্ছে।

কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইলমের প্রচার ও বিস্তার হিলফুল ফুজুল কল্যাণ পরিষদের অন্যতম লক্ষ্য। সালফে সালিহীনের পথ ধরে কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।

নীতি ও আদর্শ

  • পবিত্র কুরআন ও সুন্নাহই আমাদের মূল আদর্শ।
  • আহলুস-সুন্নাহ ওয়াল-জামা‘আহর আক্বীদা লালন করা।
  • শিরকমুক্ত ঈমান ও বিদ‘আতমুক্ত আমলের আহ্বান।
  • রাজনৈতিক কর্ম থেকে বিরত থাকা।
  • উম্মাহর ঐক্য ও সংহতির জন্যে কাজ করা।

লক্ষ্য ও উদ্দেশ্য

রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শের আলোকে:

  • আর্তমানবতার সেবা করা।
  • দরিদ্রদের আর্থিক সহযোগিতা প্রদান।
  • সৎকাজে উৎসাহ ও অসৎকাজ নিবারণ।
  • সুন্দর ও শিক্ষিত সমাজ গড়ার আয়োজন।
  • দুর্যোগ কবলিত এলাকায় সার্বিক সহযোগিতা।

মূল্যবোধ

আমাদের কাজের ভিত্তি হলো ন্যায়বিচার, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আমরা বিশ্বাস করি, সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের ঈদের আনন্দে শামিল করা আমাদের ঈমানী দায়িত্ব। দলমত নির্বিশেষে সকলের বৃহত্তর কল্যাণে কাজ করে যাওয়াই আমাদের ব্রত।

আমাদের কার্যক্রম

ঈদ সামগ্রী বিতরণ

প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে আমরা সমাজের অবহেলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, সেমাই ইত্যাদি) বিতরণ করি। ঈদের ৩-৪ দিন আগেই আমরা বিতরণ সম্পন্ন করি যাতে তারা চিন্তামুক্তভাবে ঈদ উদযাপন করতে পারে। এছাড়া ঈদুল আযহায় কুরবানির গোশত বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ

শীতের শুরুতেই শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমরা দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে গ্রাম ও বস্তি এলাকাগুলোতে কম্বল, সোয়েটার ও উষ্ণ পোশাক বিতরণ করি।

শিক্ষার্থীদের উৎসাহ প্রদান

শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করতে আমরা পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, দোয়া অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করে থাকি।

ইসলাম প্রচার ও সমাজ সেবা

ইসলামি শিক্ষার প্রচারের জন্য প্রতি বছর বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও ১০০-এর বেশি মসজিদে চিরস্থায়ী ক্যালেন্ডার বিতরণ এবং লিফলেট ও পোস্টারের মাধ্যমে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়া হয়।

আয়ের উৎস

  • সদস্যদের মাসিক দান (৩০ টাকা) ও নিয়মিত অনুদান।
  • জনসাধারণ কর্তৃক বিশেষ খাতে প্রদত্ত অনুদান।
  • সচ্ছল মুসলিমদের প্রদেয় যাকাত ও ফিতরা।
  • ইফতার ও কুরবানীসহ বিশেষ খাতের অর্থ।

ব্যয়ের নীতিমালা

  • এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা হয় না।
  • যাকাত তহবিলের অর্থ শতভাগ হকদারদের মাঝে বণ্টন করা হয়।
  • প্রতিটি প্রকল্পের পর বিস্তারিত হিসাব সংরক্ষণ করা হয়।
  • বিশেষজ্ঞ টীমের মাধ্যমে অডিট ও মনিটরিং করা হয়।

আমাদের সাথে যুক্ত হোন

আমাদের এই মহতী উদ্যোগে আপনিও শরিক হতে পারেন। আপনার সামান্য সহযোগিতা ও অংশগ্রহণ সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারে। মানবসেবা ইসলামের অন্যতম ইবাদত।