স্বচ্ছতা ও জবাবদিহিতা

Transparency
প্রতিশ্রুতি ও বিশ্বাস

স্বচ্ছতা ও জবাবদিহিতা

আপনার দেওয়া প্রতিটি পয়সা আমানত। আমরা নিশ্চিত করি সেই আমানত যেন সঠিক হকদারের হাতে পৌঁছায়। আমাদের প্রতিটি কার্যক্রম উন্মুক্ত বইয়ের মতো স্বচ্ছ।

আমাদের আর্থিক নীতিমালা

১০০% বন্টন নীতি

বিশেষ করে যাকাত ফান্ডের অর্থের ১০০% টাকাই আমরা হকদারদের মাঝে বন্টন করি। এই ফান্ড থেকে কোনো প্রকার প্রশাসনিক খরচ (অফিস ভাড়া, বেতন ইত্যাদি) নেওয়া হয় না।

খাত ভিত্তিক ব্যয়

দাতা যে খাতের জন্য (যেমন: এতিমখানা, মসজিদ, বা নলকূপ) টাকা দান করেন, সেই টাকা শুধুমাত্র ওই নির্দিষ্ট খাতেই খরচ করা হয়। এক খাতের টাকা অন্য খাতে মেশানো হয় না।

অডিট ও মনিটরিং

হিসাব বিজ্ঞান বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি স্বতন্ত্র অডিট টিম প্রতি বছর আমাদের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা করে। এছাড়াও প্রতিটি প্রজেক্ট শেষে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হয়।

আমরা যেভাবে কাজ করি

১. তথ্য সংগ্রহ ও আবেদন

স্থানীয় প্রতিনিধি বা সরাসরি আবেদনের মাধ্যমে আমরা অসহায় মানুষের তথ্য সংগ্রহ করি।

২. যাচাই-বাছাই (Vetting)

আমাদের ভলান্টিয়ার টিম সরেজমিনে গিয়ে যাচাই করে যে আবেদনকারী আসলেই দুস্থ কিনা এবং তার ঠিক কি ধরনের সাহায্য প্রয়োজন।

৩. অনুমোদন

যাচাই রিপোর্ট এর ভিত্তিতে কার্যনির্বাহী কমিটি বা প্রজেক্ট ডিরেক্টর চূড়ান্ত অনুমোদন দেন।

৪. বিতরণ ও ডকুমেন্টেশন

সহায়তা প্রদান করা হয় এবং প্রমাণস্বরূপ ছবি/ভিডিও বা প্রাপ্তিস্বীকার পত্র সংরক্ষণ করা হয় যা পরবর্তীতে দাতাদের দেখানো হয়।

বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট

স্বচ্ছতার স্বার্থে আমরা আমাদের বার্ষিক কার্যক্রম ও অডিট রিপোর্ট সবার জন্য উন্মুক্ত রাখি। নিচে থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখতে পারেন।

* রিপোর্টগুলো নিয়মিত আপডেট করা হয়।

মতামত বা অভিযোগ

আমাদের কার্যক্রম নিয়ে আপনার কোনো পরামর্শ বা অভিযোগ থাকলে সরাসরি আমাদের জানাতে পারেন। আমরা তা গুরুত্বের সাথে বিবেচনা করব।

যোগাযোগ করুন