চিকিৎসার অভাবে যেন ঝরে না যায় কোনো প্রাণ

Medical Aid
জরুরি স্বাস্থ্য সেবা

চিকিৎসার অভাবে যেন
ঝরে না যায় কোনো প্রাণ

সুস্থতা আল্লাহর এক বিশাল নেয়ামত। আমরা চেষ্টা করি সমাজের অসহায় ও দুস্থ মানুষদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও ঔষধ নিশ্চিত করতে।

আমাদের লক্ষ্য: সবার জন্য সুস্বাস্থ্য

আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা অর্থাভাবে নূন্যতম চিকিৎসাটুকুও নিতে পারেন না। সামান্য জ্বরের ঔষধ কেনার সামর্থ্যও অনেকের নেই। জটিল রোগে আক্রান্ত হয়ে ধুঁকে ধুঁকে মারা যাওয়া যেন তাদের নিয়তি। হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ সেই সব অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমরা সাধ্যমতো তাদের ঔষধ, অপারেশন খরচ এবং রক্তদানের মাধ্যমে সহায়তা প্রদান করি।

বিনামূল্যে ঔষধ বিতরণ

আমরা নিয়মিত দরিদ্র রোগীদের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ কিনে দিই। বিশেষ করে দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত (যেমন: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ) বয়স্কদের মাসিক ঔষধের ব্যবস্থা করা হয়।

অপারেশন ও চিকিৎসা খরচ

দুর্ঘটনাজনিত বা জটিল কোনো রোগের অপারেশনের জন্য বড় অংকের অর্থের প্রয়োজন হলে, আমরা জাকাত ফান্ড ও বিশেষ অনুদান থেকে সেই খরচ বহন করার চেষ্টা করি।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

আমাদের রয়েছে একঝাঁক নিবেদিত তরুণ স্বেচ্ছাসেবক। মুমূর্ষু রোগীর প্রয়োজনে আমরা দ্রুততম সময়ে রক্তদাতার ব্যবস্থা করে দিই। "রক্ত দিন, জীবন বাঁচান"—এটি আমাদের স্লোগান।

প্রতিবন্ধী সহায়তা

শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার, ক্রাচ বা সাদা ছড়ি বিতরণ করা হয়। যাতে তারা অন্যের বোঝা না হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে।

মা ও শিশু স্বাস্থ্য

গর্ভবতী দরিদ্র মায়েদের পুষ্টিকর খাবার এবং প্রসবকালীন চিকিৎসা খরচে সহায়তা করা হয়। নবজাতক শিশুর জন্য প্রয়োজনীয় সামগ্রী ও দুধ সরবরাহ করা হয়।

শীতকালীন স্বাস্থ্য সুরক্ষা

শীতে যাতে গরিব মানুষ অসুস্থ না হয়, সে জন্য ভ্যাসলিন, লোশন এবং ঠান্ডাজনিত রোগের প্রাথমিক ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।

Blood Donation
জরুরি প্রয়োজন

রক্ত দিন, জীবন বাঁচান

আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি মুমূর্ষু প্রাণ। থ্যালাসেমিয়া রোগী, দুর্ঘটনা কবলিত ব্যক্তি বা প্রসূতি মায়ের জন্য রক্তের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আমাদের ডোনার তালিকা থেকে দাতা খুঁজে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি।

চিকিৎসা ফান্ডে দান করুন

আপনার দানে একজন রোগী ফিরে পেতে পারে সুস্থ জীবন। ওষুধের অভাবে যাতে কোনো গরীব মানুষের কষ্ট না হয়, সেজন্য আমাদের চিকিৎসা ফান্ডে মুক্তহস্তে দান করুন।

সাহায্য পাঠান