শীতবস্ত্র বিতরণ ২০২৫

Winter Relief Distribution
শীতবস্ত্র বিতরণ ২০২৫

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হাড় কাঁপানো শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। আমাদের অনেকের কাছে শীত মানেই নতুন জ্যাকেট, পিঠা-পুলি উৎসব আর লেপ-কম্বলের উষ্ণ আরাম। কিন্তু আমাদের সমাজেরই এক বিশাল অংশের মানুষের কাছে শীত মানে এক দীর্ঘ যন্ত্রণার নাম।

ভাঙা বেড়ার ফাঁক দিয়ে আসা হিমেল হাওয়া আর মেঝের ঠান্ডা যাদের নিত্যসঙ্গী, তাদের জন্য একটি রাত পার করা যেন হাজার বছরের সমান। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। এই পরিস্থিতিতে আমরা কি পারি না তাদের পাশে দাঁড়াতে?

আমাদের লক্ষ্য

"হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ এর এবারের প্রাথমিক লক্ষ্য—অত্যন্ত দরিদ্র ও অসহায় ৩০টি পরিবারের মাঝে মানসম্মত কম্বল বা শীতবস্ত্র পৌঁছে দেওয়া।"

হয়তো ৩০টি পরিবার খুব বড় সংখ্যা নয়, কিন্তু এই ৩০টি পরিবারের মানুষের মুখে যদি আমরা হাসি ফোটাতে পারি, তাদের রাতে একটু উষ্ণতার ব্যবস্থা করতে পারি—সেটাই হবে আমাদের বড় সার্থকতা। আমাদের অতীতের কার্যক্রমগুলো প্রমাণ করে যে, আপনাদের সহযোগিতায় আমরা এর চেয়েও বড় লক্ষ্য অর্জন করেছি।

"যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব একটি কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দিবেন।"
— সহীহ মুসলিম

আপনার সহযোগিতা একান্ত কাম্য

একটি ভালো মানের কম্বলের দাম বর্তমানে প্রায় ৪০০-৫০০ টাকা। আপনি চাইলে এক বা একাধিক পরিবারের দায়িত্ব নিতে পারেন।

মোবাইল ব্যাংকিং

01747878233

(বিকাশ / নগদ / রকেট)

ব্যাংক একাউন্ট

Islami Bank Bangladesh Ltd.

A/C: HIL FUL FUJUL KOLLAN PORISOD

20507770216765241

আসুন, মানবতার সেবায় এগিয়ে আসি। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় উষ্ণ হোক ৩০টি পরিবারের জীবন। আল্লাহ আমাদের এই নেক কাজ কবুল করুন।

নিবেদনে,

হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ

তারিখ: ২০২৫

শেয়ার করুন: